দাবি আদায়ে অনড় জবি শিক্ষার্থীরা, কাকরাইল মোড়ে অবস্থান
আবাসন ব্যবস্থা নিশ্চিতসহ ৩ দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত কাকরাইল মোড় না ছাড়ার বিষয়ে গতকালই হুঁশিয়ারি দিয়েছেন জবি শিক্ষার্থীরা। সারাদিন বিক্ষোভের পর রাতেও তারা কাকরাইল মোড়ে অবস্থান করেন। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারী অবস্থান করছিলেন।