ইউরোপে দাবানল: পুড়ছে ফ্রান্স ও স্পেন, কাতালোনিয়ায় আটকা বহু মানুষ
ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স ও স্পেনের একের পর এক এলাকা। হাজার হাজার হেক্টর বনভূমি, ফসলি জমির সঙ্গে পুড়ছে ঘরবাড়ি। বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলেও কাতালোনিয়ায় আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। এ অবস্থায় অঞ্চলগুলোর আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার ওপর জোর দেয়া হচ্ছে। অগ্নিনির্বাপক গাড়ি ও হেলিকপ্টার দিয়ে সমানতালে চলছে আগুন নেভানোর লড়াই।