বিদেশি পণ্যের ভিড়ে জৌলুস হারাচ্ছে দেশিয় কামার শিল্প
বিদেশি চকচকে পণ্যের ভিড়ে ক্রমশ জৌলুস হারাচ্ছে দেশিয় কামার শিল্প। তবে কোরবানির ঈদ ঘিরে কিছুদিনের জন্য হলেও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কিশোরগঞ্জের কামারপাড়া। পশু জবাইয়ে ব্যবহৃত দা, ছুরি, চাপাতিসহ বিভিন্ন লোহার সরঞ্জামাদি তৈরিতে দম ফেলার সময় নেই কামার শিল্পীদের।