কিশোরী-ফেলানী-হত্যা

ফেলানী হত্যা দিবস আজ, এখনো ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
দুটি দেশ বা অঞ্চলের মধ্যবর্তী সীমারেখা সীমান্ত; যা একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। কিন্তু সেই সীমান্ত যখন মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নেয়ার নির্মম মঞ্চে পরিণত হয়, তখন তা মানবতাকেই প্রশ্নবিদ্ধ করে। কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা একটি নিথর দেহ—এ দৃশ্যই যথেষ্ট হৃদয়বিদারক। আর সেই দেহটি যদি হয় মাত্র ১৪ বছরের একটি শিশুর, তবে সেই বেদনা আরও গভীর হয়।

১৪ বছর পার হলেও বিচার হয়নি ফেলানী হত্যার
বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ। ভারতের বিএসএফের কোর্টে অভিযুক্ত সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ৯ বছর আগে দেশটির সুপ্রিমকোর্টে রিট হলেও শুনানি হয়নি আজও। জানা গেছে, শুনানির জন্য আজ তারিখ নির্ধারণ করা হয়েছে। একযুগের বেশি সময় পার হলেও বিচারের আশায় রয়েছে তার পরিবার।