পরিবর্তন করা হলো কাবা ঘরের গিলাফ
হিজরি নববর্ষের প্রথম দিনে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। রীতি অনুযায়ী বুধবার (২৫ জুন) মসজিদুল হারামে এশার নামাজ শেষ হবার পর উন্মোচন করা হয় নতুন গিলাফ। দীর্ঘ ১১ মাস ধরে তৈরি এই গিলাফে ব্যবহার করা হয়েছে দামি সিল্ক কাপড়। তার ওপরে স্বর্ণ-রৌপ্যের সুতায় ক্যালিগ্রাফি করা হয়েছে কোরানের ৬৮টি আয়াত, যা দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকেন লাখ লাখ মুসল্লি।