'ঈদুল আজহায় কোনো কোরবানি পশুর হাট সড়ক-মহাসড়কে বসবে না'
সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চলতি বছরের ঈদুল আজহায় কোনো কোরবানি পশুর হাট সড়ক-মহাসড়কে বসবে না। বরং নিদিষ্ট দূরত্বে নির্ধারিত জায়গায় বসবে। তিনি বলেন, 'ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিষয়েও কঠোর অবস্থানে থাকবে সরকার। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধেও কাজ করা হবে।'