রাজধানীর দুই সিটিতে বসছে ১৮টি পশুর হাট, চাঁদাবাজি ঠেকাতে কঠোর প্রশাসন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৮টি কোরবানির পশুর হাট বসাতে যাচ্ছে দুই সিটি করপোরেশন। হাটের কার্যক্রম চলবে ১ জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এ ছাড়া হাটকেন্দ্রিক চাঁদাবাজি ও অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো কোনো হাট আবাসিক এলাকায় বসার অনুমতি পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।