ঈদের ছুটিতে পর্যটকদের কোলাহলে মুখরিত রাতারগুল
অনিন্দ্য সুন্দর বিশাল ‘জলারবন’ সিলেটের রাতারগুল। ঈদ-পার্বণে প্রাকৃতিক এই পর্যটনকেন্দ্রে জড়ো হন হাজারো মানুষ। জলে ভাসা রাশি রাশি রাতা গাছ ও বিরল প্রজাতির প্রাণী দেখে মুগ্ধতার আবেশ পর্যটকদের চোখে মুখে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, নিরাপদ সড়ক ও পর্যটন সুবিধা বাড়ানো দরকার।