
টি-টোয়েন্টিতে সাকিবের রাজকীয় রেকর্ড; ৪৫ বার 'ম্যাচসেরা' হয়ে বিশ্বতালিকায় চারে
বাইশ গজে সাকিবের জাদুকরী উপস্থিতি মানেই নতুন কোনো রেকর্ডের হাতছানি। প্রায় দুই দশক ধরে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য ধরে রাখা সাকিব আল হাসান (Shakib Al Hasan) স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে (Twenty20 Cricket) আবারও এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছেন। গতকাল ((রোববার, ২১ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (ILT20) ৪৫তম বারের মতো 'ম্যাচসেরা' (Player of the Match) হওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই অর্জনের মাধ্যমে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বিশ্বতালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

সাকিব-মাশরাফিদের রাজনীতিতে আসার পরিণাম নতুনদের জন্য শিক্ষা!
মাশরাফি থেকে সাকিব, ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তি বনে গিয়ে বিতর্কিত হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না উঠতি বয়সী ক্রিকেটাররা। তারা বলছেন, যাদেরকে আদর্শ মেনে ক্রিকেটে হাতেখড়ি, তাদের এমন পরিণতি মেনে নেয়ার মতো নয়। ভবিষ্যতে ক্রিকেটারদেরকে এখান থেকে শিক্ষা নেয়ার কথা বলছেন ক্রীড়া সংগঠকেরা।

স্বৈরাচারের দোসর হওয়ার পরিণতিতে ভুগছেন সাকিব-মাশরাফি: আমিনুল হক
স্বৈরাচারের দোসর হওয়ার পরিণতিতে ভুগছেন সাকিব-মাশরাফি, মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তবে অযথা নির্যাতন নয়, আইন মেনে দুই তারকার বিচার করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বিসিবির আগামী নির্বাচনে তামিম ইকবালের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমিনুল।

ভেট্টোরিকে ছাড়িয়ে রাওয়ালপিন্ডিতে সাকিবের অনন্য রেকর্ড
রাওয়ালপিন্ডি টেস্টে বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। আর তাতে অসাধারণ এক অর্জনও ধরা দিল। ভেট্টোরিকে ছাড়িয়ে বাঁহাতি স্পিন বোলাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব আল হাসান।

সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে।