ঢাকা প্রিমিয়ার লিগে দলবদলের প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সাকিব
ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ এর দলবদলের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন সাকিব আল হাসান। প্রিমিয়ার লিগের দু'দিন ব্যাপী খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের প্রথম দিনে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রেজিস্ট্রেশন করার জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাকিব আল হাসান ও রূপগঞ্জ কর্তৃপক্ষ।