ঋণের কিস্তি: নজরদারি ঠিক রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা
আইএমএফ'র শর্ত মেনে ডলারের দাম খোলাবাজারে ছেড়ে দিলে কারসাজি শুরু হতে পারে। ডলারের দাম বেড়ে যাওয়াসহ এমন শঙ্কা ব্যাংকারদের। তাই কিছুটা দ্বিধায় বাংলাদেশ ব্যাংকও। তবে শর্ত না মানলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে দেখা দিতে পারে অনিশ্চয়তা। তাই নজরদারি ঠিক রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা।