অবহেলায় পাঠাগার: ২০ বছরেও পৌঁছায়নি একটি পত্রিকা, অথচ ঘাটতি নেই বাজেটে
পাঠাগারের অস্তিত্ব না থাকলেও রয়েছে মোটা অংকের বাজেট। আবার কোথাও বরাদ্দের সাথে বাস্তব চিত্রের যোজন যোজন ব্যবধান। যেখানে ২০ বছরেও পৌঁছায়নি একটি পত্রিকার কপি। দায়িত্বরত কর্মকর্তাও জানেন না তার পাঠাগারের সঠিক সংখ্যা। অন্যদিকে লাইব্রেরি পরিচালনা নয় বরং বাজেট খরচ করাই আসল উদ্দেশ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুই সিটি করপোরেশনের পাঠাগারগুলোর অব্যবস্থাপনার খবর জানা যাবে আজকের এই প্রতিবেদনে।