গোমা শহর এম-২৩ এর দখলে, কঙ্গোতে বাড়ছে অস্থিরতা
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহর এখন বিদ্রোহীগোষ্ঠী এম টোয়েন্টি থ্রির দখলে। তাদের আগ্রাসনে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। যা দেশটির ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় সময়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন পরিস্থিতির জন্য রুয়ান্ডাকে দোষারোপ করছে পশ্চিমা দেশগুলো। আফ্রিকার দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনের ডাক দিয়েছে কেনিয়া। এদিকে, শান্তিরক্ষীদের সরিয়ে নেয়ায় আতঙ্ক বাড়ছে গোটা দেশজুড়ে।