গণতান্ত্রিক-সংস্কৃতি
আলোচনার টেবিল থেকে রাজপথে সংস্কারের দাবি: মাঠে নামছে ইসলামী দলগুলো

আলোচনার টেবিল থেকে রাজপথে সংস্কারের দাবি: মাঠে নামছে ইসলামী দলগুলো

আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে সংস্কারের দাবি। এ নিয়ে এবার স্পষ্ট মেরুকরণ রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে। একই দাবিতে এবার হাজির হচ্ছে ইসলামী দলগুলো। নেতারা এর যৌক্তিকতায় বলছেন, ঐকমত্য কমিশন থেকে হতাশ হয়ে রাজপথের কর্মসূচির মাধ্যমে জনতার কাছে যেতে চান তারা। আর বিএনপি বলছে, এসব দাবির বিপরীতে দলীয় অবস্থান ও জবাব তারা গণতান্ত্রিক সংস্কৃতি মেনেই দেবেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবিতে আন্দোলন কি বিকল্প কিছু অর্জনের চাপ নাকি ভোট সামনে রেখে নির্বাচনি জোটের প্রস্তুতি? দিন-তারিখ, কর্মসূচি কিংবা দাবি সবই এক, কিন্তু ঘোষণা আলাদা আলাদা।