ইউএসএআইডির তহবিল স্থগিত: ঝুঁকিতে বিশ্বের ৩০টির বেশি দেশের গণমাধ্যমের সম্প্রচার
ইউএসএআইডির তহবিল স্থগিতে এবার ঝুঁকিতে ইউরোপসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের সম্প্রচার। এ আওতায় রয়েছে হাঙ্গেরি। তবে মার্কিন প্রেসিডেন্টের আদেশে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থাটির কার্যক্রম স্থগিতে খুশি হাঙ্গেরির প্রধানমন্ত্রী। সরকারের সমালোচনাকারী এনজিও এবং গণমাধ্যমে দেয়া সব বিদেশি নেটওয়ার্ক নির্মূলের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।