ইপিএলে উলভসকে হারিয়ে টেবিলের তিনে ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) উলভসকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে টেবিলের ৩ নম্বরে উঠে গেল তারা। খেলার শুরুতেই ইত্তিহাদে আক্রমণে যায় উলভস। কয়েকটি সুযোগ হাতছাড়া করে তারা। সময় গড়ানোর সাথে সাথে পালটা আক্রমণ শুরু করে সিটিজেনরাও।