
সিলেট গ্যাসফিল্ডে উৎপাদন বৃদ্ধির নতুন রেকর্ড, বাড়ছে আরও ১৩০ মিলিয়ন
গত এক বছরে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড ছাড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। এ সময়ে উৎপাদন বেড়েছে ৪১ মিলিয়ন ঘনফুট। আগামীতে উৎপাদন আরও ১৩০ মিলিয়ন বাড়িয়ে জাতীয় গ্রিডে দৈনিক ২৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা কর্তৃপক্ষের। এই লক্ষ্যে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে কয়েকটি অনুসন্ধান কূপ ও ওয়ার্কওভারের কাজ চলমান।

জ্বালানি সংকট নিরসনে নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড
জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন মেয়াদি পরিকল্পনায় নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। এছাড়াও পুরাতন কূপে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক উৎপাদন ১৩৭ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুটে নেয়ার লক্ষ্য তাদের। যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও নতুন গবেষণার মিশেলে এই অঞ্চলে আরও গ্যাস উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

কৈলাশটিলায় নতুন কূপে গ্যাসের সন্ধান, প্রতিদিন মিলবে ২১ মিলিয়ন ঘনফুট
সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে। আজ (শুক্রবার, ২৪ মে) সকালে এই কূপের সন্ধান পাওয়া যায়। কর্মকর্তাদের মতে এই কূপ থেকে প্রতিদিন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে।

কৈলাশটিলা-৮ নম্বর কূপে মজুত ১.৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস
দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনঃখননের কাজ এগিয়ে নেয়ার কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, আগামী ২ বছরের মধ্যেই গ্যাস উৎপাদনের সব মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জ্বালানি সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে চারমাসের মধ্যে কৈলাশটিলার ৮ নম্বর কূপ খনন শেষ করে প্রতিদিন গ্রিডে যুক্ত হবে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস।