অবৈধ সংযোগে বেড়েই চলেছে গ্যাসের সিস্টেম লস
গ্যাস সংকট আর লিকেজে ভরা পুরনো পাইপের কারণে ঠিকমতো মিলছে না গ্যাস। ইট-পাথরে চাপা পড়া লাইন সংস্কারে অপারগ তিতাস। অবৈধ সংযোগে বেড়েই চলেছে সিস্টেম লস। অস্বীকার করছেন না নিজেদের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টিও। এসব কারণেই প্রাতিষ্ঠানিকভাবে গ্রাহক সেবায় তিতাস ব্যর্থ বলে মত বিশেজ্ঞদের, তবে পাইপলাইন প্রতিস্থাপন অসম্ভব নয়।