আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা; আসামি আড়াই শতাধিক, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়াও মামলাটিতে আরও দেড়শ’ থেকে দুইশ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল (সোমবার, ১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।