চট্টগ্রাম বন্দরের এনসিটি এবার নিজের হাতে; চ্যালেঞ্জ জনবল ও অভিজ্ঞতা সংকট
বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ বছর চালানোর পর সবচেয়ে আয়বর্ধক ও আধুনিক কনটেইনার টার্মিনাল এনসিটি প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৭ জুলাই বর্তমান অপারেটরের সাথে চুক্তির মেয়াদ শেষ হলেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। এক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও আইটি ব্যবস্থাপনায় ৪২ কোটি টাকা ব্যয় হবে বন্দরের। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ব্যবহারকারীরা বলছেন, জনবল সংকট এবং পূর্ব অভিজ্ঞতা না থাকায় টার্মিনাল পরিচালনা করা বন্দরের জন্য কঠিন হবে।