
ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া, উদ্ধারে মৌসুমী ফড়িয়ারা
ঈদের পর ময়মনসিংহের শম্ভুগঞ্জে বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। আজ (শনিবার, ১৪ জুন) সকালে মুষলধারে এক ঘণ্টার বৃষ্টিতেই হাটের শতশত চামড়া এখন পানিতে ভাসছে। সেই সব চামড়া উদ্ধারে কাজ করছে মৌসুমী ফড়িয়ারা। ভেজা চামড়া আবার লবণজাত করে বিক্রি করতে হবে, ফলে খরচ বারবে দ্বিগুণ। হাটের এমন দুর্ভোগ আর দাম নিয়ে তাই বিভিন্ন অভিযোগ মৌসুমী ফড়িয়াদের।

ট্যানারি মালিকদের ওপর নির্ভর করছে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের ভাগ্য
ময়মনসিংহে কোনো ট্যানারি না থাকায় কোরবানির ঈদকে কেন্দ্র করে লবণজাত চামড়ার ভাগ্য নির্ভর করছে চামড়া কিনতে হাটে আসা ট্যানারি মালিকদের ওপর। তবে সরকারের দাম এবং ট্যানারি মালিকদের উপর আস্থা রাখতে পারছেন না স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জ। ঈদের দিন সকাল থেকে গড়ে ৫০০-৬০০ টাকা দরে মৌসুমি ফরিয়াদের কাছ থেকে কাঁচা চামড়া কিনেছেন আড়তদাররা। তবে সন্ধ্যার পর কাঁচা চামড়ার বাজার নামে ২০০-৩০০ টাকার ঘরে, আর তখনই কপাল পোড়ে মৌসুমি ফড়িয়াদের।

এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব: শিল্প সচিব
এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব বলে দাবি করেছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। যদিও শিল্প নগরীর ঠিক বাইরেই গড়ে ওঠা অবৈধ আড়তের মাধ্যমে দূষিত হচ্ছে পরিবেশ। তবে তা মানতে নারাজ শিল্প সচিব। এদিকে, কোরবানির দিন থেকে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, ঢাকার বাইরের চামড়া সংগ্রহ করা শুরু হলে পূরণ হবে লক্ষ্যমাত্রা।