পেসারদের স্বর্গরাজ্যে স্পিন ঘূর্ণি!
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে ম্যাচের এক ইনিংসে পুরো ২০ ওভারই করলেন স্পিনাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম এবং টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বার এমন দৃশ্য দেখলো ক্রিকেট বিশ্ব। নজির গড়ার ম্যাচটিতে জয়ও পেয়েছে জো রুট, মুজিব-উর রহমান ও দুনিথের দল পার্ল রয়্যালস।