ইমরান খানকে মুক্ত করতে ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনের ঘোষণা পিটিআইয়ের
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আগামী ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে তার দল পিটিআই। ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্তির দিনে সেদিন সরকারবিরোধী আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। কারাগারে থেকেই আন্দোলনে নেতৃত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা ইমরান নিজেই। এর আগে, নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে সরকারের সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেন ইমরান খান।