থানায় হামলা: কুমিল্লা উপজেলা বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কুমিল্লার মুরাদনগর থানা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহবায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল (সোমবার, ২৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৬ কর্মীকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এতে অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে আসামি করা হয়েছে।