থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরো ৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সকালে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাছ উদ্দিন বাদী হয়ে মোট পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।