প্রাণ সংকটে নওগাঁর ছোট যমুনা নদী
নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী এখন হারাতে বসেছে অস্তিত্ব। দীর্ঘদিন সংস্কার না করায় পলি পড়ে ভরাট, দখল ও দূষণে সংকটে নদীর প্রাণ। তাই, নদীকে বাঁচাতে দ্রুত দখলমুক্ত করে খননের দাবি স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের।