
বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় শ্রমিকদের ৬ দফা দাবি, আন্দোলনের হুঁশিয়ারি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কয়লার দাম নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে খোলা বাজারে কয়লা বিক্রিসহ ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) সকাল ১১টায় বড়পুকুরিয়া সিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এসব দাবি তুলে ধরেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করা হয়।

পর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার
চব্বিশ ঘণ্টা আল্টিমেটামের পর শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পূরণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশসহ জুনের মধ্যে দাবি পূরণ না হলে জুলাই থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যুগ্ম সচিব এস.এম মাসুদুল রহমান জানান, পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করে জাতীয়করণ করা হবে। তবে আগে প্রাথমিক বিদ্যালয়ের মতো মিড ডে মিল, উপবৃত্তি ও অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান সচিব।