প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের অনুপস্থিতিতেই চলবে বিচার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুদকের করা ছয় মামলায় বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছেন আদালত। আজ (রোববার, ২০ জুলাই) শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।