জার্মানির পার্লামেন্ট নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সব দল
রোববার পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শেষবারের মতো প্রচারণা চালিয়েছে জার্মানির সবকটি দল। জন জরিপে রক্ষণশীল সিডিইউ এগিয়ে থাকলেও একক সরকার গঠনের সম্ভাবনা নেই। তাই পার্লামেন্ট ঝুলে যাবার শঙ্কা রয়েছে। এদিকে অভিবাসন বিরোধী নব্য নাৎসিবাদী দল এএফডির জনসমর্থন বাড়ছে প্রতি মুহূর্তে।