রাঙামাটিতে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন
গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)। এ দিনটি বর্ণাঢ্য আয়োজনে পালন করেছেন রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৈশাখী পূর্ণিমাকে কেন্দ্র করে গতকাল (শনিবার, ১১ মে) থেকে বৌদ্ধ মন্দিরগুলোতে শুরু হয়েছে নানান আনুষ্ঠানিকতা।