প্রশাসনের অবহেলা ও অধিকারের দাবিতে নিটোর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) প্রশাসনের অবহেলা এবং ন্যায্য অধিকার আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ (সোমবার, ১৯ মে) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ভাতা আদায়ে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পরিচালকের কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।