হোকুসাইয়ের শিল্পকর্মে ডিজিটালের ছোঁয়া
অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠেছে অন্তত ২০০ বছর আগের আঁকা জাপানের কিংবদন্তি শিল্পী কাৎসুশিকা হোকুসাই-এর ছবি। এরমধ্য দিয়ে দেশটির সামুরাই যুগের সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষী হচ্ছেন দর্শনার্থীরা। ডিজিটাল ক্যানভাসে জাপানের অতীত দৃশ্য রোমান্থনে খুশি দেশি-বিদেশি পর্যটকরা। বিদেশি পর্যটক আনাগোনা বাড়িয়ে মুদ্রা ইয়েনের মান বাড়ানোর লক্ষ্যে এগুচ্ছে জাপান, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।