চাঁদের জন্য একটি জিপিএস-সদৃশ নেভিগেশন সিস্টেম উন্মোচন করেছে স্প্যানিশ প্রযুক্তি কোম্পানি জিএমভি। যার লক্ষ্য হলো গুগল ম্যাপস বা ওয়েজের মতো অ্যাপ ব্যবহার করে চন্দ্র অভিযানকে সহজ করে তোলা।