আজ শুরু হয়েছে হজের মূল কার্যক্রম
শুরু হলো হজের মূল কার্যক্রম। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশে রওনা হয়েছেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে যাবেন মুযদালিফায়। যেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন মুসল্লিরা। বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। তীব্র গরমের কারণে মুসল্লিদের সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।