রোবোট্যাক্সি উৎপাদন বাড়াবে অ্যামাজনের জুক্স
আগামী বছর রোবোট্যাক্সির উৎপাদন বাড়াবে অ্যামাজনের সেলফ ড্রাইভিং স্টার্ট-আপ জুক্স। যুক্তরাষ্ট্রে তার রোবোট্যাক্সির কমার্শিয়াল রোলআউটের পরিকল্পনাকে এগিয়ে আনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। গত বুধবার ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমন তথ্য উঠে এসেছে।