সাড়ে ১২ হাজার বছর পরে ফিরে এলো ডায়ার উল্ফ
এক দশক আগে ড্রামা সিরিজ় 'গেম অফ থ্রোনস' বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দিয়েছিল 'ঘোস্ট'কে। এবার জিন প্রযুক্তিবিদ্যা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কল্যাণে প্রায় সাড়ে ১২ হাজার বছর পরে পৃথিবীতে ফিরে এল সেই 'ডায়ার উল্ফ'। বাস্তবে যা একটি বিশেষ প্রজাতির সাদা নেকড়ে। যার বিজ্ঞানসম্মত নাম, অ্যায়োনোসিয়ন ডায়রাস।