মধুমাস জ্যৈষ্ঠ; ফুল-ফলে সমৃদ্ধ আবহমান বাংলার রূপ
দখিনা হাওয়ায় দোলায় উতলা প্রকৃতি। মনপবনেও লেগেছে তার ছোঁয়া। নাগরদোলায় ভর করে উষ্ণ খরা কিংবা হঠাৎ বৃষ্টিতে মধুমাস জ্যৈষ্ঠের শুভাগমন। প্রকৃতির পরম লালিত ছোঁয়ায় পত্র-পল্লবের হামাগুড়িতে ভেসে ওঠে ফুল আর ফল। প্রকৃতির এমন সৃজনশীল পরিবর্তন সবই গ্রীষ্মের স্মারক।