ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে য়্যুভেন্টাসের বিপক্ষে রিয়ালের জয়
ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে য়্যুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে মন্টেরেইকে ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ক্লাব বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে চলতি আসরে য়্যুভেন্টাসের বিপক্ষে প্রথম খেলতে নামেন কিলিয়ান এমবাপ্পে। জ্বরের কারণে খেলেননি আগের কোনো ম্যাচ।