ম্যাচের সপ্তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ ফ্লিকে কোলো মুয়ানির চিপ শট ক্রসবার ঘেঁষে উপরের জাল কাঁপায়। মাঝে বেশ কিছু সুযোগ নষ্ট করে রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে য়্যুভেন্টাসের বক্সে বেশ চাপ দিতে থাকে রিয়াল। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি প্রতিযোগিতার ২০২২ সালের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও য়্যুভেন্টাস ডিফেন্সকে ব্যস্ত রাখে রিয়াল। ৫৪ মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন গার্সিয়া। চলতি আসরে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের তৃতীয় গোল এটি। এবারের ক্লাব বিশ্বকাপে নিজের দলের প্রতিটি ম্যাচে গোলে সরাসরি অবদান রাখা একমাত্র খেলোয়াড়ও গার্সিয়া
দুই মিনিট পরই সমতার সুযোগ থাকলেও সুযোগ হাতছাড়া করে তুরিনের ক্লাবটি। ৬৮ মিনিটে চলতি টুর্নামেন্টে প্রথম খেলতে নামেন এমবাপ্পে। কিছু ঝলক দেখালেও তিনি ছিলেন না সেরা ছন্দে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস।
নিরপেক্ষ ভেন্যুতে য়্যুভেন্টাসের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে জাবি আলোনসোর দল। ম্যাচে ৫৮ শতাংশ বলের দখল রাখা রিয়াল ২১টি শট নিয়ে ১১টি রাখে লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাসের ৬ শটের লক্ষ্যে ছিল মাত্র ২টি। গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিওর অসাধারণ নৈপুণ্যে বড় পরাজয় থেকে রক্ষা পায় তারা।
কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার সকালে শেষ ষোলোর অন্য ম্যাচে মেক্সিকান প্রতিপক্ষ মন্তেরেইকে ২–১ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি। আগামী শনিবার রাত দুইটায় মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।