যশোরে এসিড নিক্ষেপে শিশু-নারীসহ একই পরিবারের ৩ জন আহত
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপের ঘটনায় একই পরিবারের শিশু ও নারীসহ তিনজনকে আহত করেছে দুর্বৃত্ত। আহতরা হলেন, ইয়ানূর (৮), রিপা খাতুন (২৬) এবং রাহেলা খাতুন (৪৮)। তারা সকলেই একই পরিবারের সদস্য এবং গদখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা। ইয়ানূর ও রিপা পিতা জামাত হোসেনের সন্তান এবং রাহেলা জামাত হোসেনের স্ত্রী।