জামালপুরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের
জামালপুর শহরে ব্রহ্মপুত্র শাখা নদের ওপর নেই কোনো সেতু। ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন শত শত মানুষ। দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। এ অবস্থায় স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।