ফিলিস্তিনি পতাকা হাতে স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব
বিশাল ফিলিস্তিনি পতাকা হাতে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের মধ্য দিয়ে স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব। রীতি অনুযায়ী এবারও ১২০ টন টমেটো দিয়ে খেলায় মেতেছেন হাজার হাজার মানুষ। একে অপরের দিকে টমেটো ছুড়ে মেতেছেন আনন্দ উল্লাসে।