ফিলিস্তিনি পতাকা হাতে স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব

ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব
সংস্কৃতি ও বিনোদন
বিদেশে এখন
0

বিশাল ফিলিস্তিনি পতাকা হাতে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের মধ্য দিয়ে স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব। রীতি অনুযায়ী এবারও ১২০ টন টমেটো দিয়ে খেলায় মেতেছেন হাজার হাজার মানুষ। একে অপরের দিকে টমেটো ছুড়ে মেতেছেন আনন্দ উল্লাসে।

প্রতিবছরের মতো এবারও আগস্টের শেষ বুধবার (২৭ আগস্ট) স্পেনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব। টকটকে লাল রঙে রক্তিম হলো উদযাপনকারীদের সাদা পোশাক।

লা টমাটিনা উৎসবের ৮০তম বার্ষিকীর এ উৎসবে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশে বিশাল ফিলিস্তিনি পতাকা মেলে ধরেছেন হাজার হাজার স্প্যানিশ ও ভিনদেশি দর্শনার্থীদের। যেখান থেকে চিৎকার করে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে জোর দাবি তুলেছেন সবাই।

স্প্যানিশদের একজন বলেন, ‘উপভোগের সময়ও মানুষ সচেতন থাকে এবং এখনও মনে রাখে যে কেউ এখনও সংগ্রাম করছে। তাই স্পেনের এত ছোট জায়গায় এই জিনিসটি দেখাটা ভালো ছিল।’

আরও পড়ুন:

এরপরই স্পেনের ভ্যালেন্সিয়ার বুনল শহরের ঐতিহ্যবাহী এ আয়োজন চলাকালীন হাজার হাজার মানুষ একে অপরের দিকে টমেটো ছুড়ে মারতে দেখা গেছে। এই উৎসবকে ঘিরে স্প্যানিশদের পাশাপাশি ভিড় করেন ভিনদেশি পর্যটকরাও।

পর্যটকদের একজন বলেন, ‘ওহ মাই গড, আমরা এটি দেখার জন্যই এখানে এসেছি।’

১৯৪৫ সাল থেকে উদযাপিত হয়ে আসছে উৎসবটি। স্প্যানিশ ভাষায় এটিকে বলা হয় 'লা টমাটিনা'। রীতি অনুযায়ী প্রতিবছরের মতো এবারও বিশেষভাবে উৎপাদিত প্রায় ১২০ টন টমেটো দিয়ে খেলায় মেতেছেন সবাই। টমেটোর ট্রাকেই মেতেছেন আনন্দ উল্লাসে।

স্প্যানিশদের একজন বলেন, ‘জীবনে একবার হলেও এমন কিছুর অভিজ্ঞতা নেয়া উচিত। একবার যদি আপনি এর অনুভূতি নিতে পারেন পরে অনেক ভালো লাগবে। আমি জানি না আমি আবারও আসবো কিনা। হয়তো বন্ধুদের সাথে আবারও আসা হবে।’

চাইলেই যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন না। কারণ, এই উৎসবটিতে শুধু ১৮ বছর এবং তার চেয়ে বেশি বয়সীরাই অংশ নিতে পারে। এই উৎসবে অংশ নেয়ার পর দর্শকরা যে শুধু মজা করে তাই নয়। গায়ে টমেটো মাখানোর কাজে তাদের স্কিনেও ফিরে আসে হারানো উজ্জ্বলতা।

প্রায় তিন দশকের বিরতি দিয়ে পরবর্তীতে ১৯৮০'র দশক থেকে পুনরায় উদযাপি হয়ে আসছে টমাটিনা উৎসব। যা বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয়।

সেজু