দুই বছরের মধ্যে জরাজীর্ণ বান্দরবানের টানেল সড়ক; তহবিল সংকটে রক্ষণাবেক্ষণ বন্ধ
পাহাড়ধস রোধে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্মাণ করে টানেল সড়ক। শহরের পুরনো বাস টার্মিনাল ও নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের মধ্যে সংযোগ স্থাপন করতে প্রায় ১১ কোটি টাকায় নির্মাণ করা হয় স্থাপনাটি। যদিও, ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধনের মাত্র দুই বছরের মাথায় জরাজীর্ণ হয়ে পড়েছে টানেলটি। তহবিল সংকটে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এ অবকাঠামোর।