পরিচালক-টেকনিশিয়ান ফেডারেশন দ্বন্দ্বে বন্ধ কলকাতার টালিগঞ্জ শুটিং
পরিচালক সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ আর টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বে বন্ধ ভারতের কলকাতার টালিগঞ্জের শুটিং কার্যক্রম। শুক্রবার, টালিগঞ্জের বিভিন্ন শুটিং ফ্লোর পরিদর্শন করেন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স’ এর প্রধান। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ করে ফেডারেশনের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছেন টালি পাড়ার পরিচালকরা। আর ডিরেক্টরস গিল্ড বলছে, শুটিং চলতে পারে কিন্তু সমস্যার সমাধান না হলে ফ্লোরে যাবেন না পরিচালকরা।