সাহসিকতার পুরস্কার পেলেন ইরানের টিভি উপস্থাপিকা সাহার
পুরস্কারে ভূষিত হলেন ইরানের সেই টিভি উপস্থাপিকা সাহার ইমামি। ইসরাইলি হামলার মধ্যেও টেলিভিশন লাইভে দায়িত্ব পালন করে তিনি। সাহসিকতার পুরস্কার হিসেবে ভেনেজুয়েলা তাকে ‘সাইমন বিলিভার’ পুরস্কার দেয়। হামলার ঘটনার পর থেকেই প্রশংসায় ভাসছেন ইরানের এই সাহসী নারী সাংবাদিক।