টেলিকমিউনিকেশন

‘আভিজাত্যের প্রতীক’ ল্যান্ডফোনের জৌলুস বিলুপ্তপ্রায়, নেপথ্যে কী
কালের স্রোতে স্মার্টফোনের পদার্পনে হারিয়ে গেছে ল্যান্ড টেলিফোনের জৌলুস। নগর-বন্দরসহ সর্বত্রই এর ব্যবহার অনেকটাই সীমিত। তবে বিটিসিএলের সর্বনিম্ন কলরেট ও সুলভে ইন্টারনেট সুবিধা থাকার পরও কেন কমছে এর গ্রাহক?

টেলিকম অপারেটররা দিতে পারবে ওয়াই-ফাই সেবা, আপত্তি এনটিটিএন কোম্পানির
এবার টেলিকম অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়ার সুযোগ তৈরি করতে চাইছে বিটিআরসি। যদিও খসড়া নীতিমালায় অসামঞ্জস্যতা দেখছে টেলকোরাও। আবার নেটওয়ার্ক বিস্তারের বাজার প্রতিযোগিতায় টেলিকম কোম্পানি ঢুকে পড়লে বিনিয়োগ ঝুঁকির শঙ্কা ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক কোম্পানির। আইনজ্ঞরা বলছেন, অবকাঠামো ভাগাভাগির নীতিমালা আরো বিস্তর আলোচনার ভিত্তিতে করা উচিত।