
হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তন: ইউরোপ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া
হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তনে ইউরোপ জুড়ে আশার সঞ্চারের পাশাপাশি নানা ইস্যুতে দেখা দিয়েছে উদ্বেগ। পশ্চিমারা মনে করছেন, ট্রাম্পের শাসনামলে নতুন নতুন সম্ভাবনা তৈরি হলেও, নেতিবাচক প্রভাব পড়বে জলবায়ু, বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা এবং অর্থনীতিতে। ইউরোপের কয়েকটি দেশ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে সবাই ঐক্যবদ্ধ না হলে, ট্রাম্পের সঙ্গে ইউরোপের সম্পর্ক হতে পারে হিতে বিপরীত, এমনটাও আশঙ্কা অনেকের।

নির্বাহী আদেশে স্বাক্ষরের পরই বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু
দেশের মানুষের জন্য সমৃদ্ধ আমেরিকা গড়ার প্রত্যয় নিয়ে ট্রাম্পের প্রত্যাবর্তন। কিন্তু নির্বাহী আদেশে স্বাক্ষরের পরপরই বিভিন্ন দেশে শুরু হয়েছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। পানামা দখল আর গ্রিনল্যান্ড কিনে নেয়ার হুমকিতে শঙ্কায় রয়েছেন সেখানকার সাধারণ মানুষ। অভিবাসীদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভে রাস্তায় নেমেছেন মেক্সিকোর সাধারণ মানুষ।

ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরেই জাস্টিন ট্রুডোর পদত্যাগ!
ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার পর এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, কানাডীয় প্রধানমন্ত্রীর পতনের মাস্টারমাইন্ড নরেন্দ্র মোদি। উল্টোদিকে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের প্রত্যাবর্তনই কাল হয়ে দাঁড়িয়েছে ট্রুডোর জন্য। তবে বিশ্লেষকদের ধারণা, অর্থনৈতিক ও অভিবাসী সংকটের মতো অভ্যন্তরীণ ইস্যু সামলাতে না পারায় ভেঙ্গে গেছে লিবারেলদের ৯ বছরের সাম্রাজ্য।