১১৮ দিন পর ফিরোজায় খালেদা জিয়া
লন্ডনে চিকিৎসা শেষে ১১৮ দিন পর নিজ বাসভবন গুলশানের ‘ফিরোজায়’ ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী। আজ (মঙ্গলবার, ৬ মে) দুপুর ১টা ২৬ মিনিটে ফিরোজায় প্রবেশ করেন তিনি। এর আগে বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে গাড়িবহরসহ তিনি বেলা ১১টা ৪০ মিনিটে নিজ বাসভবনের দিকে রওনা হন।