সাবেক মেয়র আইভীকে রিমান্ড আবেদনের পরবর্তী শুনানি ৭ জুলাই
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে।